মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সুমাইয়া(১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে এক তরুণীসহ আহত হয়েছে কমপক্ষে ৪জন। আহতদেরকে উপজেলা বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ঐ স্কুল ছাত্রী কর্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং কর্নপাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বরিশালগামী একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রী সুমাইয়াকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে করে সুমাইয়া ঘটনাস্থলে মারা যায়। মাইক্রোবাসে থাকা ৩ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে খাদে পড়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।