ইউভেন্তুসের হয়ে অবশেষে গোল করতে পেরে স্বস্তি বোধ করছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই সঙ্গে গোল খরার সময়টায় সতীর্থদের সহায়তা পাওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
নিজেদের মাঠে রোববার সেরি আর ম্যাচে রোনালদোর জোড়া গোলে সাস্সুয়োলোকে ২-১ ব্যবধানে হারায় ইউভেন্তুস। দুটি গোলই করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।
জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্তুসে নাম লেখানো রোনালদো সেরি আয় নিজের প্রথম তিন ম্যাচে লক্ষ্যে ২৩টি শট নিয়েও জালের দেখা পাননি। অবশেষে সাস্সুয়োলোর বিপক্ষে মিলল সাফল্য। গোল পেলেন ৩২০ মিনিট মাঠে থাকার পর। আগের ম্যাচগুলোতে গোল করতে না পারার বিষয়টিও মাথায় ছিল বলে জানালেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
“আমি খুব খুশি, আমরা ভালোভাবে শুরু করেছিলাম। সাস্সুয়োলো ভালোভাবে রক্ষণ সামলেছিল। তবে আমরা দারুণ পারফরম্যান্স দেখাই। জয় আমাদেরই প্রাপ্য ছিল।”
“আমি খুব করে এই শুরুর গোলগুলো চাইছিলাম। জাল খুঁজে পেয়ে আমি খুশি।”
“এটা ফুটবল। গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়। অবশ্যই, গোল করতে না পারা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তবে পুরো সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাই।”
কিছুটা দুশ্চিন্তায় থাকলেও শিগগিরই গোল পাওয়ার ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন রোনালদো।
“আমি জানতাম যে, আমি অনেক পরিশ্রম করছি। এটা কেবল সময়ের ব্যাপার ছিল। ইতালিয়ান ফুটবলে নিজেকে আমি ভালোভাবে খাপ খাইয়ে নিচ্ছি।”
আগামী বুধবার ভালেন্সিয়ার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাবে ইউভেন্তুস। গত তিন মৌসুমে এই প্রতিযোগিতায় রিয়ালকে টানা চ্যাম্পিয়ন করানোয় বড় অবদান রাখা রোনালদোর উপর ভর করে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে ইউভেন্তুস।
– বিডিনিউজ