দিনাজপুরের বালুবাড়ীতে দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।কাল রাতে পিলখানা মাঠে ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমামুল ইসলাম সানি (২০)। তিনি ওই এলাকার সৈয়দ মেরাজুল ইসলাম ডালিমের ছেলে।
স্থানীয়রা জানান, সানির চিৎকার শুনে মাঠে দ্রুত যান তারা। সেখানে তাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দ্রুত উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানির মৃত্যু হয়।
কোতয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল হক সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মৃতের বুকের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে এখনো পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেননি।
– নিউজ 24