জনগণের ঐক্যে সরকার প্রতিষ্ঠা না করতে পারলে স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগ, ইসি পুনর্গঠন এবং সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান তিনি ।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এতে ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড.কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদোজ্জা চৌধুরী।
মির্জা ফখরুল বলেন, জাতির এই চরম দুর্দিনে, জাতি যখন মুক্তি খুজছে তখন ড.কামাল হোসেনের নেতৃত্বে সকল সামনে নিয়ে এসেছেন। এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের ধন্যবাদ জানাই তারা এই সরকারের পতন ও পরিবর্তন দেখতে চান। আমাদেরকে খুব দ্রুত এ প্রক্রিয়ার কাজ করতে হবে এবং নূন্যতম কর্মসূচির ভিত্তিতে জাতীয় কর্মসূচি এগিয়ে নিতে হবে।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন,খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আগামী নির্বাচনে জনগণকে দূরে রাখতেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৭৮ হাজার মামলা দেওয়া হয়েছে।সরকার এসবের মাধ্যমে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।