জাতিসংঘ অধিবেশের ৭৩তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে। সেখানে বাংলাদেশও একই অবস্থান নিবে বলে বৈঠকে আলোচনা হয়।
বার্নিকাট জানায়, চলতি মাস থেকে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চেয়ারের দায়িত্ব পালন করায় সেখানেও রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে দেশটি।