জার্মানিতে এ বছর মসজিদ ও মুসলিমদের ওপর হামলার ঘটনা কমেছে৷ তবে সমাজে মুসলমানদের আত্মীকরণে ব্যর্থতার বিষয়ে সতর্ক করেছেন পার্লামেন্ট সদস্যরা৷
এসব ঘটনার মধ্যে মৌখিক ও শারীরিক আক্রমণ থেকে শুরু করে চিঠি পাঠিয়ে হুমকি ও সম্পদ বিনষ্টের মতো বিষয় রয়েছে৷
মুসলমানদের ওপর হামলা নিয়ে সরকারি এই তথ্য উঠে এসেছে পার্লামেন্টে প্রশ্নোত্তরে৷ ডানপন্থি উগ্রবাদীরাই এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে নয়ে অসনাব্র্যুকার সাইটুং পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে৷
জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের লেফট পার্টির সদস্য উলা ইয়েলপকে বলেন, হামলার সংখ্যা কমাটা উন্নতির লক্ষণ হলেও তাতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই৷
“মুসলিমদের নিয়ে সামাজিক সংহতি এখনো হয়নি৷ যারা মুসলমানদের বিদেশি বলে, তারা আস্থাহীনতা তৈরির পাশাপাশি এ ধরনের অপরাধ উসকে দিচ্ছে৷”
এ বছর মুসলিমবিরেধী হামলার সংখ্যা কমলেও বেড়েছে জখমের সংখ্যা৷ ২০১৭ সালে এ ধরনের যেখানে ১৮ জন আহত হয়েছিলেন, সেখানে ২০১৮ সালের প্রথম ছয় মাসে আহত হয়েছেন ২৫ জন৷
গত বছর জার্মানিতে মুসলমান ও মুসলমানদের প্রতিষ্ঠানগুলোতে সব মিলিয়ে ৯৫০টির বেশি হামলার ঘটনা ঘটে৷
– বিডি নিউজ