জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিচার কাজ পুরোপুরি বন্ধ রাখার কৌশল নিয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ ও বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। এই কথোপকথনের সময় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আদালতে না যাবার পরামর্শ দেন জাফরুল্লাহ চৌধুরী।
অডিও আলাপের কথোপকথনটি নিম্নে দেয়া হল:
জাফরুল্লাহ চৌধুরী: সানাউল্লাহ আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম। শোন, আমি একটা কথা বলতে চাচ্ছি, তোমরা লয়্যাররা কোর্ট বয়কট করছো না কেন?
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া: ওই যে, বয়কটের জন্য সিনিয়ররা কেউ যাচ্ছেন না।
জাফরুল্লাহ চৌধুরী: আমার মনে হয় কি, বারে বারে বলতে চাচ্ছি যেটা, আমি ওই বকশিবাজারের বিরুদ্ধে বলছিলাম, এখনও আমি বলি এটা যেহেতু জেলখানার কোর্ট, অনৈতিক কোর্ট সেহেতু যাবেনই না এবং উনার লয়্যাররাও যেও না।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া: সিনিয়ররা আছে ঢাকার বাইরে, তারা আসলে আমরা সিদ্ধান্ত নেব।
জাফরুল্লাহ চৌধুরী: না না, এটা হল প্রিন্সিপালের কথা। আমি যেটা তোমাদেরকে…..
ডা জাফরুল্লাহ চৌধুরী ও এডভোকেট সানাউল্লাহ মিয়ার ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস
ডা জাফরুল্লাহ চৌধুরী ও এডভোকেট সানাউল্লাহ মিয়ার ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস
Posted by Bangla News Post on Saturday, September 22, 2018