পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া’র লেক ভিক্টোরিয়ায় ফেরী ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে।
দূর্ঘটনার শিকার এমভি নায়েরেরে নামক ফেরীটি ইউকারা থেকে বুগোলোরা’র উদ্দেশ্যে যাচ্ছিলো। যাত্রাপথে বৃহস্পতিবার রাতে ফেরীটি মোয়ান্যা শহরের কাছে এসে ডুবে যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
মোয়ান্যা’র আঞ্চলিক কমিশনার জন মোঙ্গেলা জানিয়েছেন, এ ফেরী ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ফেরীটিতে সর্বমোট কতজন যাত্রীছিলো তা জানা সম্ভব হয়নি।
এদিকে ফেরীটি ঠিক কি কারণে ডুবেছে তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিতে বর্তমানে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে অতিরিক্ত যাত্রীবহন ও ত্রুটিপূর্ণ হওয়ায় দেশটিতে প্রায়শই ফেরী ডুবির ঘটনা ঘটে। – আনাদলু এজেন্সি