মানিকগঞ্জে সেবা গ্রিন লাইন ও সেলফি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১১ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (১১ মে) সকালের দিকে জোকা এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে পাটুরিয়ামুখী সেবা গ্রিন লাইন পরিবহনের সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রায় ২৫ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, আজ বুধবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সূত্র : আরটিভি নিউজ