আবারও সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন ৪২ জন নারী গৃহকর্মী। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি বিমানে দেশে ফেরেন ওই গৃহকর্মীরা।
তাদের অভিযোগ, মাস শেষে বেতনও দেয়া হতো না। আবার বেতন চাইলে করা হতো মারধর। এর আগে, গত সপ্তাহেও সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেন ৬৫জন নারী।
২০১৫ সালে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে সৌদির সঙ্গে সমঝোতা চুক্তি সইয়ের পরপরই প্রায় আড়াই লাখ নারী সৌদি আরবে গেছেন। তবে সান্ত্বনার মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়ে গত ৩ বছরে দেশে ফিরেছেন ৫ হাজার নারী। চলতি বছরের প্রথম ৬ মাসে ফিরেছেন ৪৪৮ জন। অভিবাসন পর্যবেক্ষণকারীদের অভিযোগ, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো সঠিকভাবে মানা হচ্ছে না।
গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে মত দিয়েছেন অভিবাসন প্রক্রিয়া পর্যবেক্ষনকারীরা।
নির্যাতিত হয়ে দেশে ফিরলেন ৪২ জন নারী।
সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরলেন ৪২ জন নারী। ১৯ সেপ্টেম্বর/১৮ #dbcnews
Posted by DBC NEWS on Tuesday, September 18, 2018