উপজেলার দত্ত বাড়ির মোড় থেকে শনিবার রাত ৯টার দিকে মো.হারুনকে আটক করা হয় বলে সুধারাম মডেল থানার এসআই লিটন দত্ত জানান।
গণমাধ্যম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালী সদর উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হারুন নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর গ্রামের সহিদউল্লা বাবুলের ছেলে।
এসআই লিটন বলেন, হারুনের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে; যার মাধ্যমে তিনি ফেইসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন।
“এছাড়া তার কাছ থেকে ২৩টি ইয়াবা জব্দ করা হয়েছে।”
হারুনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই।