গণমাধ্যম ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের চেতনার আলোকশিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তার নেতৃত্বেই বাঙালি পেলো প্রথমবারের মতো একটি দেশ, জাতীয় সংগীত আর জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’
বুধবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ কে এম শাহজাহান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয় এবং জেলা শহরে শোক মিছিল বের করা হয়।
– বাংলা ট্রিবিউন