রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাব-২ এর সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। রোববার ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রোববার মধ্যরাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।