একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৪ আসনে বইছে নির্বাচনী হাওয়া। বরাবর আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে দলীয় মনোনয়ন পেলে বিজয় অনেকটাই নিশ্চিত। তাই মনোনয়নের দৌঁড়ে রয়েছেন বেশ কয়েকজন। আর আসনটি ছিনিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
চা বাগান আর পর্যটনের অপার সম্ভাবনাময় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ আসন। স্বাধীনতার পর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে। বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এ নিয়ে পাঁচবার নির্বাচিত হয়েছেন। আগামীতেও মনোনয়ন আশা করছেন তিনি।
তবে তার বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নবীন-প্রবীণ নেতারা আওয়ামী লীগের মনোনয়নের আশায় মাঠে রয়েছেন।
আর কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান এবারও দলের মনোনয়ন আশা করছেন। দৌড়ে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জালালউদ্দিন জীপু।
এই আসনে প্রার্থী দেয়ার ব্যাপারে অন্য কোনো দলের তৎপরতা চোখে পড়ছে না।
– ডিবিসি