রাজশাহীর পুঠিয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলপুকুর থানার পুঠিয়া-দুর্গাপুর সড়কের বাঁশ পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।
নিহত কামরুজ্জামান লালবুর (৫০) বাড়ি দুর্গাপুর উপজেলার শালগড়ি এলাকায়। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আহতরা হলেন- জিল্লুর রহমান (১৬) ও আরোহী ফারুক হোসেন (১৮)। তাদের রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি গোলাম মোস্তফা বলেন, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কামরুজ্জামান। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ সময় অপর একটি মোটর সাইকেলের দুই আরোহী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
– বিডিনেউজ