কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, র্যাব-এর গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার ভোর রাতে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব। নিহত আজিজুল হক ঢাকা সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬৮ হাজার পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি। এছাড়া গোলাগুলিতে আগুন লেগে পুড়ে যাওয়া মাইক্রোবাস জব্দ করেছে র্যাব।