যুদ্ধাপরাদের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নামের আগে শহীদ ব্যবহার করায় তার (সাকা চৌধুরী) কররের নামফল ভেঙ্গে ফেলেছে ছাত্রলীগ।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা কবরস্থানে গিয়ে নামফলক থেকে শহিদ শব্দটি অপসারণ করে।
গোলাম রাব্বানী তার ফেইসবুক আইডিতে নামফল ভেঙ্গে ফেলার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিলো ‘শহীদ’; বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।’
২০১৫ সালের ২২ নভেম্বর যুদ্ধাপরাদের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য কর করা হয়।পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্রগ্রামের রাউজানে কবর দেওয়া হয়।
দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিলো 'শহীদ'; বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।
Posted by Golam Rabbani on Friday, September 21, 2018