মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আরও ২১টি মানি লন্ডারিং মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ানএমডিবি ফান্ড থেকে তার অ্যাকাউন্টে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার নেওয়ার ঘটনাতেই এই অভিযোগ দায়ের করা হয়। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন-এমএসিসি এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার নাজিবকে আদালতে হাজির করা হয়।
বুধবার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে নাজিবকে গ্রেফতার করা হয়। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ-ওয়ানএমডিবি থেকে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৬২৭ মিলিয়ন ডলার স্থানান্তরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মালয়েশিয়া পুলিশের উপমহাপরিদর্শক রশিদ ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, এই মানি লন্ডারিং অভিযোগের মধ্যে নয়টিতে অবৈধভাবে গ্রহণ, পাঁচটিতে অবৈধভাবে ব্যবহার ও সাতটিতে এগুলো হস্তান্তরের অভিযোগ রয়েছে। নাজিব অবশ্য প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে নিজেই ওয়ানএমডিবি প্রতিষ্ঠা করেছিলেন নাজিব। তবে মাহাথির মোহাম্মদের কাছে নির্বাচনে হেরে যাওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গঠন করা হয়। এছাড়া, অর্থআত্মসাতেরও অভিযোগ ওঠে। এএফপি