রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ৫ ঘন্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধরের জেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। পরে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানো কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা।
ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পার্শ্বে সড়কের দুই লেনই অবরোধ করে। রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১২টায় রাস্তা স্বাভাবিক হয়নি। এর ফলে মঙ্গলবার সকাল থেকে চালকরা বাস চালানো বন্ধ রাখে।